দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশাহারা

এনপিপি

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক আলহাজ শেখ ছালাউদ্দিন ছালু বলেন, দেশ আজ সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। মাদকের কারণে দেশের তরুণ সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সীমাহীন দুর্নীতি, মাদক বিস্তার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এনপিপি’র নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন তিনি এসব কথা বলেন। এনপিপির যুুগ্ম মহাসচিব মো. এমাদুল হক রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাগপার সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, মো. ইমরুল কায়েস প্রমুখ। শেখ ছালাউদ্দিন ছালু বলেন, বেনজীর ও ছাগলকাণ্ডের মতিউরের সীমাহীন দুর্নীতি প্রকাশ পেয়েছে। এরা সরকারি কর্মকর্তাদের মধ্যে ধরা পড়া দয়েকজন। কিন্তু এরকম হাজার হাজার দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে। বেনজীর সাহেব শুদ্ধাচার সনদ পেয়েছিলেন। সর্বোচ্চ দুর্নীতি করার পরেও যদি শুদ্ধাচার সনদ পায় তাহলে এই শুদ্ধাচার সনদের মানে কি? স্বাধীনতার ৫০ বছর ইতিহাসের মধ্যে কোনো সরকারি কর্মকর্তা বেনজীর সাহেবের মতো সীমাহীন দুর্নীতি করেনি। শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আজ দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে। ভাইরাস মুক্ত করতে যেমন ভ্যাকসিন লাগে ঠিক তেমনি দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে ট্রাইব্যুনাল এবং টাস্কফোর্স গঠন করতে হবে। যারা যে কোনো দুর্নীতি এবং মাদকবিরোধী কেস ৩ মাসের মধ্যে শেষ করতে বাধ্য থাকবে। এনপিপির চেয়ারম্যান বলেন, মাদকের কারণে দেশের তরুণ সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন, মাদকের প্রধান রুট হচ্ছে টেকনাফ। মাদকের এই এখনো রুট বন্ধ হয়নি।

যদি মাদক থেকে মুক্তি পেতে হয় তাহলে ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশাহারা। এতে দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা প্রচণ্ডভাবে অসহায় জীবনযাপন করছে। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে। এ সময় তিনি দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত দেশ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।