কোরবানির পশুর হাট
ক্যাশ টাকা ছাড়াই হাটে ৯৪ কোটি টাকার পশু কেনাবেচা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কোরবানির পশুর হাট মানেই অনেক মানুষের ভিড়। চলে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাক, দর কষাকষি। এমন পরিবেশে নগদ অর্থ বহনে থাকে ঝুঁকি। এর মধ্যে রয়েছে ছেঁড়া-ফাটা নোট সংক্রান্ত সমস্যাসহ নকল টাকার ঝক্কিঝামেলা।
থাকে ছিনতাই, মলম পার্টির খপ্পরে পড়ার ভয়। সব সমস্যার কথা মাথায় রেখে এবারও কোরবানির পশুর হাটে ছিল ক্যাশলেস ডিজিটাল লেনদেনের মাধ্যমে পশু কেনাবেচার সুবিধা। যার সুফল নিয়েছেন অনেক ক্রেতা-বিক্রেতা। ফলে গেল ঈদুল আজহায় ক্যাশলেস অর্থাৎ নগদ টাকা ছাড়াই প্রায় ৯৪ কোটি টাকার কোরবানির পশু কেনাবেচা হয়েছে। খাত সংশ্লিষ্টরা জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে প্রচুর টাকার লেনদেন হয়। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়।
২০২২ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোরবানির হাটে পাইলট কার্যক্রমে প্রায় ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। সফলভাবে এই পাইলট কার্যক্রম পরিচালনার পরিপ্রেক্ষিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ২০২৩ সালেও কোরবানির পশুর হাটে কার্যক্রম পরিচালিত হয় এবং ৪৪ কোটি টাকার লেনদেন হয়।