প্রবাসী বেশি চট্টগ্রামে আয়ে শীর্ষে ঢাকা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, প্রবাসে অবস্থানের দিক থেকে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তবে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ঢাকা বিভাগের প্রবাসীরা। দেশে প্রবাসী আয়ের দিক থেকে সবচেয়ে কম আসে রংপুর বিভাগে। এছাড়া জেলাওয়ারী হিসাবেও প্রবাসী আয়ে শীর্ষে রয়েছে ঢাকা জেলা এবং সবচেয়ে কম এসেছে লালমনিরহাট জেলায়। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী- চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি নাগরিক বিদেশে অবস্থান করছেন। তাদের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন। দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগের ১৪ লাখ ৩১ হাজার। তৃতীয় অবস্থানে আছেন সিলেট বিভাগের ৫ লাখ ৭৩ হাজার। সবচেয়ে কম বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন রংপুর বিভাগের, মাত্র ১ লাখ ১৫ হাজার। ময়মনসিংহ বিভাগের ১ লাখ ৫৪ হাজার মানুষ প্রবাসে থাকেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৬৬ কোটি ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ২৪ কোটি ৩৫ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে ঢাকা বিভাগে প্রবাসী আয় বেড়েছে ১৪১ কোটি ৭৪ লাখ ডলার। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ৯৮৯ কোটি ২ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ১ হাজার ২০১ কোটি ডলার। একই সময়ে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় ৮২৮ কোটি ৮৬ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে রাজবাড়ী জেলায় ৩ কোটি ৩৭ লাখ ডলার। প্রতিবেদন বলছে- প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ৬৭৮ কোটি ৩৬ লাখ ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছিল ৫৯৬ কোটি ১৫ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় বেড়েছে ৮২ কোটি ২১ ডলার। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ৫৪১ কোটি ২ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ৬২২ কোটি ৯ লাখ ডলার। এই সময়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলায় ২৩৬ কোটি ডলার। আর সবচেয়ে কম এসেছে রাঙ্গামাটি জেলায় ১ কোটি ৯৫ লাখ ডলার।

প্রবাসী আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে সিলেট বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরে সিলেট বিভাগে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ৩৩ লাখ ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে সিলেট বিভাগে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৪ লাখ ডলার। এক বছরে সিলেট বিভাগে প্রবাসী আয় বেড়েছে ৭ কোটি ১৯ লাখ ডলার। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ২১৪ কোটি ৫ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ২৪৪ কোটি ৫ লাখ ডলার। এই সময়ে সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সিলেট জেলায় ১৩৩ কোটি ডলার। আর সবচেয়ে কম এসেছে হবিগঞ্জ জেলায় ৩১ কোটি ২৬ লাখ ডলার। খুলনা বিভাগ রয়েছে চতুর্থ অবস্থানে। ২০২৩-২৪ অর্থবছরে খুলনা বিভাগে প্রবাসী আয় এসেছে ৯২ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২-২৩ অর্থবছরে খুলনা বিভাগে প্রবাসী আয় এসেছিল ৯২ কোটি ৪২ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে খুলনা বিভাগে প্রবাসী আয় বেড়েছে ২৬ লাখ ডলার। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ৯৯ কোটি ২ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ১১৮ কোটি ডলার। এই সময়ে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যশোর জেলায় ১৬ কোটি ৩৯ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে নড়াইল জেলায় ৪ কোটি ৮০ লাখ ডলার।

প্রবাসী আয়ে পঞ্চম অবস্থানে থাকা রাজশাহী বিভাগে প্রবাসী আয় ধারাবাহিকভাবে কমতে দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে বিভাগটিতে প্রবাসী আয় এসেছে ৭৩ কোটি ১৬ লাখ ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৭৩ কোটি ৮২ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে রাজশাহী বিভাগে প্রবাসী আয় কমেছে ৬৬ লাখ ডলার। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ৮৯ কোটি ৩ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ৯৯ কোটি ৬ লাখ ডলার। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বগুড়ায়, ১৪ কোটি ৪৪ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে নাটোরে ৬ কোটি ২০ লাখ ডলার। রাজশাহীর মতো একই অবস্থা সবচেয়ে কম প্রবাসী আয় আসা রংপুরেও। গত তিন বছরের ব্যবধানে বিভাগটিতে প্রবাসী আয় অর্ধেকেরও বেশি কমে গেছে। পর্যালোচনায় দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে রংপুর বিভাগে প্রবাসী আয় ছিল ৬৮ কোটি ৩৬ লাখ ডলার, যা সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ৩০ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩৪ কোটি ৬৪ লাখ ডলার। আর ২০২১-২২ অর্থবছরে ৬৪ কোটি ২৮ লাখ ডলার প্রবাসী আয় ছিল রংপুরের। সর্বশেষ অর্থবছরে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে রংপুর জেলায় ৫ কোটি ৯৪ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে ১ কোটি ৮৫ লাখ ডলার। ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহ বিভাগে প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ৭৮ লাখ ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৪০ কোটি ২১ লাখ ডলার। এক বছরের হিসাবে ময়মনসিংহে প্রবাসী আয় বাড়লেও এর আগের দুই বছরের তুলনায় কমেছে। ২০২১-২২ অর্থবছরে বিভাগটিতে ৪৯ কোটি ৬ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ৫৭ কোটি ডলার। এই বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ময়মনসিংহ জেলায় ২০ কোটি ৯৩ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে শেরপুর জেলায় ৩ কোটি ১৬ লাখ ডলার। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছে ৫৬ কোটি ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫২ কোটি ৩৪ লাখ ডলার। এক বছরে বরিশালে প্রবাসী আয় বেড়েছে ৩ কোটি ৬৭ লাখ ডলার। এ বিভাগে ২০২১-২২ অর্থবছরে ৫৫ কোটি ৮ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ৬৬ কোটি ৮ লাখ ডলার। এই সময়ে বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বরিশাল জেলায় ২০ কোটি ২৩ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে ঝালকাঠি জেলায় ৫ কোটি ৫৪ লাখ ডলার।