ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক’ স্বীকৃতি পেল ইবিএল

‘বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক’ স্বীকৃতি পেল ইবিএল

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২৪তম জাতীয় সম্মেলন ও গ্রীন এক্সপোতে ইস্টার্ন ব্যাংক পিএলসিকে (ইবিএল) বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন গ্রিন টেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুতফর রহমান। এ সময় গ্রিন টেক ফাউন্ডেশনের উপদেষ্ঠা একিউএম কিবরিয়া এবং পরিচালক (অর্থ) ইমরুল করিম; ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ফ্রধান ঝুঁকি কর্মকর্তা এম খোরশেদ আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলো অনুশীলনে দেশের ব্যাংকিং খাতে ইস্টার্ন ব্যাংক শীর্ষস্থানীয়। কার্বন নিঃসরণ হ্রাস এবং কর্মসংস্থানের লক্ষ্যে টেকসই অর্থায়নের ক্ষেত্রে শীর্ষস্থান অধিকার ইস্টার্ন ব্যাংকের প্রাথমিক লক্ষ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত