পিএমআই সূচকে অবনতি

অর্থনীতির চার প্রধান খাতে সম্প্রসারণের গতি কমেছে

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত মে মাসের তুলনায় জুনে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা পিএমআই সূচকের মান কমেছে। দেশের অর্থনীতির প্রধান চারটি খাতের সম্প্রসারণের গতি কমার কারণে জুনে পিএমআই সূচকের মান দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯ পয়েন্টে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এমসিসিআই ও পিইবির তৈরি করা পিএমআই সূচক বিশ্লেষণে দেখা যায়, গত জুনে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা- এ চার খাতের গতি কমেছে। ফলে পিএমআই সূচকের মান কমেছে। এ সূচকের মান ৫০-এর ওপরে থাকলে সামগ্রিকভাবে অর্থনীতি সম্প্রসারণে রয়েছে বলে মনে করা হয়। গত এপ্রিলে এ চার খাতের সম্প্রসারণের গতি কমেছিল। মে মাসে কিছুটা বেড়ে এ সূচক ৭০ দশমিক ৯ পয়েন্ট হয়। জুনে আবার কমল।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে ধারাবাহিক জটের কারণে পণ্য পরিবহনের ব্যয় ও সময় বেড়েছে। ঈদুল আজহার ছুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণেও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়েছে। ফলে এই চারটি খাতে নতুন ব্যবসা কমেছে। সরবরাহে জটিলতা বেড়েছে।