ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের স্বর্ণের আউন্স ২৪০০ ডলার ছাড়াল

ফের স্বর্ণের আউন্স ২৪০০ ডলার ছাড়াল

হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তে দেখা যাচ্ছে। আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও বেড়েছে স্বর্ণের দাম। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২১ ডলার। এর মাধ্যমে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৮০ ডলারের ওপরে বেড়েছে। এতে আবারো স্বর্ণের আউন্স ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। এর আগে বিশ্ববাজারে স্বর্ণের আউন্স ২ হাজার ৪০০ ডলার স্পর্শ করে গত মে মাসে। ২০ মে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৪২৬ ডলার হয়। এ রেকর্ড দাম হওয়ার পর দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। দফায় দফায় দাম কমে ২৬ জুন স্বর্ণের আউন্স ২ হাজার ২৯৮ ডলারে নেমে আসে। এরপর আবার স্বর্ণের দাম বাড়ার প্রবণতা চলতে থাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে এক লাফে স্বর্ণের দাম ৬৪ দশমিক ৪৩ ডলার বেড়ে যায়। এমন বড় উত্থানের পর গত সপ্তাহজুড়েও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। দফায় দফায় দাম বেড়ে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ ডলারে উঠে যায়। তবে, শেষদিকে দাম কিছুটা কমে স্বর্ণের আউন্স ১ হাজার ৪১১ দশমিক ১১ ডলারে থিতু হয়েছে।

এর মাধ্যমে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২০ দশমিক ৩৪ ডলার বা দশমিক ৮৫ শতাংশ। আর মাসের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১০৯ ডলার বা ৪ দশমিক ৭৩ শতাংশ। এ দাম বাড়ার মাধ্যমে নতুন রেকর্ডের কাছাকাছি চলে গেছে স্বর্ণ। আর মাত্র ১৫ ডলার দাম বাড়লেও স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হবে। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত