ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিমা উন্নয়নে ৭১ কোটি টাকা বরাদ্দ

৫৬ কোটিই বিশ্বব্যাংকের ঋণ
বিমা উন্নয়নে ৭১ কোটি টাকা বরাদ্দ

বিমা খাতের উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬ কোটি ৩০ লাখ টাকা বিশ্বব্যাংকের ঋণ, বাকি ১৫ কোটি ৪৬ লাখ টাকা সরকারি অর্থায়ন। গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে বাস্তবায়নাধীন বাংলাদেশের বিমা খাত উন্নয়ন প্রকল্পে এ বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিমা কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করা এবং বাংলাদেশের বিমার কাভারেজ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ৬৩২ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণ ৫১৩ কোটি ৫০ লাখ টাকা। জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রথমে মেয়াদ ধরা হয়। পরে ৬৭০ কোটি ১৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মেয়াদে প্রথম সংশোধন প্রস্তাব পাস করা হয়। প্রকল্পটির মেয়াদ পরিকল্পনা কমিশন ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত