চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায় বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দাম পতনের পথেই রয়েছে। তবে গত শুক্রবার সকালে কিছুটা দাম বেড়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরের জন্য ব্যারেলপ্রতি ক্রুড তেলের দাম ১২ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪৯ শতাংশ হয়েছে।
তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে। এতে আরো বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতির প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে থাকার কারণে বৃহস্পতি ও শুক্রবার তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে গত তিন সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দুই শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়েছে। ফলে পেট্রল ও ডিজেলের চাহিদা কমেছে। দেশটিতে জুন মাসে চাহিদা কমেছে ৮ দশমিক ১ শতাংশ, যা দৈনিক হিসাবে ১৩ দশমিক ৬৬ মিলিয়ন ব্যারেল। এছাড়া গাজা যুদ্ধ শেষ হওয়ারও একটা আশা জেগেছে। যুদ্ধবিরতি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।