ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাণিজ্য ঘাটতি কমেছে ৬ বিলিয়ন ডলার

বাণিজ্য ঘাটতি কমেছে ৬ বিলিয়ন ডলার

আমদানিতে কড়াকড়ি আরোপ করায় দেশের রপ্তানি কমার পর উল্লেখযোগ্য পরিমাণে কমেছে আমদানিও। যে কারণে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। যদিও গত মে মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে দেড় বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাণিজ্য ঘাটতি ২০ দশমিক ২২ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে (প্রথম ১১ মাস) যা ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। সে হিসাবে ১ বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ২২ দশমিক ৮২ শতাংশ বা ৬ বিলিয়ন ডলার। তবে ২০২৩-২৪ অর্থবছরের মে মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। যদিও বাণিজ্য ভারসাম্যের (ব্যালেন্স অব ট্রেড) ওপর চাপ কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানি ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬ শতাংশ কমেছে। আলোচিত সময়ে রেমিট্যান্সে ১০ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হলেও রপ্তানি কমে যাওয়ায় চলতি হিসাবের ঘাটতি কিছুটা বেড়েছে। মূলত বাণিজ্য ঘাটতি বেশি থাকায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি দিয়েও চলতি হিসাবকে উদ্বৃত্ত করা যায়নি। রপ্তানি কমলেও জুলাই-মে সময়ে ১২ দশমিক ৬ শতাংশ আমদানি কমায় বাণিজ্য ঘাটতির চাপ কিছুটা কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছরের প্রথম ১১ মাসে যা ছিল ৬৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। তথ্য বলছে, জুলাই-মে সময়ে রপ্তানি আয় কমেছে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি হয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। বিগত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৯ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে সার্বিক লেনদেনেও ঘাটতি কমেছে। আলোচিত সময়ে ঘাটতির পরিমাণ ছিল (ঋণাত্মক) ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে ঘাটতি (ঋণাত্মক) ছিল ৮ দশমিক ৮০ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাস বা জুলাই-মে সময়ে কমেছে মোট সরাসরি বিদেশি বিনিয়োগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত