গতকাল রোববার থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দেশের সব সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সরকার। এরপর ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, এই ৩ দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা থাকবে। তবে লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলেছে, যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ব্যাংকিং ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো। এর আগে গত শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, গতকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।