রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য দুটি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাংকের ঋণ ও অনুদানের পাশাপাশি সরকারি অর্থায়নে বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবাজারের স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ৮ হাজার ৪৮২ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। রোহিঙ্গা ও সংশ্লিষ্ট স্থানীয়দের জন্য গৃহীত প্রকল্পে বিশ্বব্যাংক থেকে এই প্রথম বাংলাদেশ ঋণ নিয়েছে। দুটি প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। গতকাল রোববার পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. আনোয়ার পারভেজের সই করা চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশন জানায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাইলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় বিভিন্ন কম্পোনেন্ট সংস্থানকৃত বিভিন্ন ভাতা সম্মানীসহ ও একই ধরনের কাজের জন্য ব্যয়ের হার ও পরিমাণ প্রযোজ্যতা অনুসারে ব্যয় করতে হবে। প্রকল্প দুটি ২০২৪ সালের জুন থেকে ২০২৮ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে। অবকাঠামো নির্মাণ সংক্রান্ত প্রথম প্রকল্পের নাম হোস্ট অ্যান্ড ফোরসিভলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস-ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন ইনহ্যান্সমেন্ট অব লাইভস থ্রু আ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ প্রজেক্ট। প্রকল্পের মোট ব্যয় ৪ হাজার ৮২ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ হিসেবে প্রায় ২ হাজার ৩৩০ কোটি এবং অনুদান হিসেবে ১ হাজার ৪৮৫ কোটি টাকা দেবে।