ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ

হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দলের কাজী রাফসান মাহবুব। গত বুধবার বাংলাদেশ জাতীয় অর্থনীতি অলিম্পিয়াড কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মঙ্গলবার আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গত ছয় বছর আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড দলকে সম্মানজনক স্মারক দেয়া হয়। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড দলটি অর্থনীতি, আর্থিক, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান বিষয়ে ৫৩টি দেশ এবং অঞ্চলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ দলে প্রতিযোগী হিসেবে ছিল সানিডেল স্কুলের জাহিয়া জাকারিয়া, স্যার জন উইলসন স্কুলের কাজী রাফসান মাহবুব, আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের দীপ্যমান দাশ, মাস্টারমাইন্ড স্কুলের সৌহার্দ্য সোপান সিংহ, সেফালন ইন্টারন্যাশনাল স্কুলের খন্দকার সাহাফ বিন আসিফ। এছাড়াও সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড থেকে মোহাম্মদ রিদওয়ান নুবায়ের আদিব পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত