আলু রপ্তানির উদ্যোগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ধন্যবাদ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কাতে আলু রপ্তানির উদ্যোগ নেয়ায় বাংলাদেশের কোল্ডস্টোরেজ ও আলু রপ্তানিকারকদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে। গত শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। ফেয়ার উদ্বোধন শেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) স্টল পরিদর্শন করার পর এ ধন্যবাদ জানান। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিএসএ।
এ সময় তিনি বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন জাতের আলু সম্পর্কে তথ্য নেন এবং বিসিএসএকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে আলু রপ্তানির উদ্যোগ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় বিসিএসএর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ধরনের আলু ও এর পুষ্টি গুণাগুণ তুলে ধরেন। এই ফেয়ারে বিসিএসএর চারজন সদস্য অংশ নিয়েছেন।