ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই দিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

দুই দিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ডাকা সরকারি ছুটিসহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে টানা দুদিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর। দুদিন বন্ধ থাকার গতকাল বুধবার সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বন্ধের এ সময়টিতে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। গতকাল বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি ট্রাক ভারত ও ভুটানে গেলেও বাংলাদেশে এসেছে ২৭টি ট্রাক। বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্দরটি দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার থেকে গত মঙ্গলবার সরকারি ছুটিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলা উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত