ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে পোশাক কারখানায় হামলা ভাঙচুরের অভিযোগ, বন্ধ ঘোষণা

সাভারে পোশাক কারখানায় হামলা ভাঙচুরের অভিযোগ, বন্ধ ঘোষণা

সাম্প্রতিক ঘটনার জেরে কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার সাভারে পোশাক কারখানা খুলেছিল। সকাল থেকেই আসতে শুরু করেন পোশাক শ্রমিক-কর্মচারীরা।

তবে সকাল ১০টার দিকে আশুলিয়ায় কয়েকটি কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। এর জেরে উইন্টার ড্রেস, কাজল গার্মেন্টস, নিউ হরাইজন ও মেট্রোসহ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে। এতে মালিকপক্ষ আতঙ্কিত হয়ে শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছেন। তবে শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন।

কাইয়ুম নামে এক পোশাক শ্রমিক বলেন, কারখানা বন্ধ করায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমরা চাই কারখানা খোলা থাক। এতদিন বন্ধ থাকার কারণে মালিকদের অনেক ক্ষতি হয়েছে। ভেবেছিলাম অতিরিক্ত কাজ করে সেটা পুষিয়ে দেব। কিন্তু এখন আবার বন্ধ ঘোষণা করায় হতাশ হয়েছি। মিল্টন নামে আরেক শ্রমিক বলেন, হঠাৎ কেন কারখানা বন্ধ করে দিয়েছে, কিছুই জানি না। দ্রুত কারখানাগুলো খুলে দেয়ার দাবি জানাচ্ছি। আমরা কাজ করতে চাই। উইন্টার ড্রেস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, আশপাশের কয়েকটি কারখানায় হামলার কথা শুনেছি। তাই নিরাপত্তার কথা ভেবে আমাদের কারখানা বন্ধ ঘোষণা করেছি।

আগামীকাল থেকে যথারীতি আমাদের কারখানা খোলা থাকবে। কারখানায় হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না। পুলিশের কাজ মতো পরিবেশই নেই। আমরা নিজেরাই আতঙ্কের মধ্যে আছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত