ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ খুলছে বসুন্ধরা সিটি থাকছে সেনা নিরাপত্তা

আজ খুলছে বসুন্ধরা সিটি  থাকছে সেনা নিরাপত্তা

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে গতকাল বৃহস্পতিবার। ফলে স্বাভাবিক হয়ে আসছে মানুষের জীবন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার খুলে যাচ্ছে রাজধানীর পান্থপথে অবস্থিত জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে সহায়তা করছে সেনাবাহিনী। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা বলয়ের আওতায় থাকবে বসুন্ধরা সিটি এবং টগি ফান ওয়ার্ল্ড। এছাড়া বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা তো থাকবেই। আজ শুক্রবার থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে খোলা থাকবে এই জনপ্রিয় শপিংমল। কাজেই কেনাকাটার জন্য নির্বিঘ্নে মানুষ সেখানে যেতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত