এবার আমেরিকায় শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত হবে
আশা বিকেএমইএর
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়া ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ বলেছে, আমেরিকাতে শুল্কমুক্ত বাজারসুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে আপনার আন্তর্জাতিক পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা আপনি কাজে লাগাবেন বলে আমরা বিশ্বাস করি। অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে, আপনাতেই আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গত বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে এমনটাই বলেছেন। তিনি বলেছেন, গত এক মাস যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশ অতিক্রম করেছে, তার ক্ষতিকর প্রভাব দেশের প্রধান রপ্তানি খাত নিট শিল্পেও পরেছে। পরিসংখ্যান দিয়ে এই ক্ষতির পরিমাপ করা যাবে না। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক শাস্ত্রের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টা এই শিল্পের বিকাশের বাধাগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এমনকি পোশাক খাতের উন্নয়নে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন, সেখানেও ড. মুহাম্মদ ইউনূস তার মেধা এবং চিন্তার প্রয়োগ ঘটাবেন বলে মনে করেন মোহাম্মদ হাতেম। ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাতেই আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস।’
বিকেএমইএর নির্বাহী সভাপতি আরো বলেন, আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞায় দ্রুততম সময়ের মধ্যে এই ক্রান্তিকাল কাটিয়ে উঠে একটি অর্থনৈতিক রোল মডেলের দেশ হিসেবে বিশ্বের দরবারে আবির্ভূত হবে বাংলাদেশ।