কেন্দ্রীয় ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। গতকাল সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সার্চ কমিটিতে সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্যসচিব নির্বাচিত হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক নজরুল হুদা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট ড. মোস্তফা কামাল মুজেরিকে সদস্য করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়ার জন্য সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে। এ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নতুন গভর্নর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বুধবার বিক্ষোভের মুখে কেন্দ্রীয় ব্যাংক ছাড়েন চার ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান।