এফবিসিসিআই’র সংস্কার চান ব্যবসায়ী নেতারা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই’র সংস্কার চান ব্যবসায়ী নেতারা। নির্বাচন প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে ব্যবসায়ীদের কণ্ঠস্বর হিসেবে এ সংগঠনটি সংস্কারের দাবি তোলেন তারা। গত বুধবার বিকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ‘দেশের বর্তমান সার্বিক ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে ব্যবসায়ী সম্মেলনে এ দাবি ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসি)-এর সভাপতি মাহবুবুর রহমান।