চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা বাতিল করার দাবি জানিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার জাহিদ হোসেন তার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ দাবি জানান। অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন ‘কালো টাকা সাদা করার যে সুযোগটি এই অর্থবছরের বাজেটে দেওয়া আছে, সেটি বাতিল করা হোক।