বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার অঞ্চলের টমেটো চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানকার টমেটো বাজারে ধস নেমেছে।
কর্ণাটকের স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বে ‘প্রথম গ্রেডের’ এক বক্স (১৫ কেজি) টমেটো ১ হাজার ১০০ রুপি থেকে ১ হাজার ২০০ রুপি পর্যন্ত বিক্রি হতো। কিন্তু এখন প্রতি বক্স টমেটো বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৮০ রুপিতে।
সেখানকার স্থানীয় বাজারে দুই সপ্তাহ আগেও এক কেজি টমেটো ৪০ রুপিতে বিক্রি হতো। সেটি কমে এখন ১২ রুপিতে দাঁড়িয়েছে। সেখানে পাইকারি বাজারে এক বক্স টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ৪০০ রুপিতে। কর্ণাটকের কোলার থেকে মূলত টমেটো নিয়ে আসত পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এরপর এগুলো তারা বাংলাদেশে পাঠাতেন। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার আগে এসব ব্যবসায়ী কোলার থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ কেটি টমেটো কিনতেন। কিন্তু বর্তমানে এটি ৫০ শতাংশে নেমে এসেছে। কোলার এপিএমসি সেক্রেটারি কিরান নারায়ণস্বামী বলেছেন, কোলারে উৎপাদিত টমেটোর সবচেয়ে বড় বাজার হলো বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে তাদের টমোটো রপ্তানিতে বড় প্রভাব পড়েছে।
শারতাজ খান নামের এক স্থানীয় ব্যবসায়ী বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে পণ্যবাহী গাড়ির চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে তারা আর টমেটো রপ্তানি করতে পারছে না; সে কারণে ব্যবসায়ীরা স্থানীয় বাজারে মনোযোগ দিয়েছেন। এতে করে কর্ণাটকে টমেটোর দাম আশঙ্কাজনক হারে কমেছে। এ ছাড়া ওয়েয়ান্দের ভূমি ধসও দাম কমায় প্রভাব রেখেছে। কোলারে ৪ হাজার হেক্টর জমিতে টমেটো উৎপাদন করা হয়। বাংলাদেশ ছাড়াও তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে যায় এই টমেটো। তবে ভারতের অন্যান্য রাজ্যেও টমেটোর ব্যাপক উৎপাদন হওয়ায় দাম আরো কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।