গত সপ্তাহে বিশ্বব্যাপী পুঁজিবাজারে উল্লেখযোগ্য চাঙাভাব লক্ষ্য করা গেছে। গত বছরের নভেম্বর মাসের পর এটা সবচেয়ে সক্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা কেটে যাওয়ায় বৈশ্বিক পুঁজিবাজারে এই গতি এসেছে। আগের মাসে যেখানে বাজারের সূচক ছিল নিম্নমুখী, সেখানে এখন মার্কিন অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে সূচকগুলো পুনরুত্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসায় এবং ভোক্তারা কেনাকাটায় আগ্রহ দেখানোয় বাজারের এই ইতিবাচক পরিবর্তন ঘটেছে। মার্কিন শেয়ারবাজারের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ গত সপ্তাহে ৩.৯ শতাংশ বেড়েছে। বিশেষ করে গত শুক্রবার সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ, যা টানা চার সপ্তাহের নিম্নমুখী প্রবণতা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা ভবিষ্যতে সুদহার কমানোর সম্ভাবনা আরো জোরালো করেছে।