ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেই

- গভর্নর
১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেই

১০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই। বঙ্গবন্ধুর ছবি বাদ দেয়া ও নতুন গভর্নরের সই করা নোট শিগগিরই আসবে কি না, এ বিষয়ে গভর্নর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে গভর্নর বলেন, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে সেটা হবে অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। সেখানে অনেক লোক কাজ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত