নারীদের জন্য ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করেছে এনসিসি ব্যাংক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এনসিসি ব্যাংক নারীদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সুবিধা চালু করেছে। গত সোমবার এনসিসি ব্যাংক এর প্রধান কার্যালয়ে নারী ব্যাংকিং কার্যক্রমের অধীনে তিনটি কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম এফসিএস ও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, ইভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করতে আমরা এরই মধ্যে নারী ব্যাংকিং ‘এনসিসি পরমা’ চালু করেছি। এরই ধারাবাহিকতায় নারী গ্রাহকদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবা চালু করেছি। যার মাধ্যমে গ্রহকরা তাৎক্ষণিক নগদ টাকা উত্তোলন ও জমা, স্বল্পসুদে বিভিন্ন মেয়াদে SmartPa সেবাসমূহ এবং কেনা-কাটায় বিশেষ মূল্য সুবিধাসহ বিভিন্ন লাইফ স্টাইল সুবিধা পাবেন।