সাবেক ১১ মন্ত্রী ও ৬ এমপির সন্দেহজনক লেনদেন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী ১১ মন্ত্রী, ৬ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) নামে সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। তারা প্রত্যেকেই নিজের ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের পরিবার, আত্মীয়স্বজন বা স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে মাত্রাতিরিক্ত নগদ টাকা উত্তোলন করেছেন। এসব অর্থ তারা কেন, কীভাবে তুলেছেন, কোথায় খরচ করেছেন, কোথায় রেখেছেন, পাচার করেছেন কি না সেসব তথ্য এখন খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। যে ১১ জন সাবেক প্রভাবশালী মন্ত্রীর নামে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক দুই স্বাস্থ্যমন্ত্রী- শেখ ফজলুল করিম সেলিম ও জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।