দেশব্যাপী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য সরকারের নির্দেশে বিশেষায়িত অ্যাকাউন্ট চালু করেছে মোবাইল আর্থিকসেবা সংস্থা নগদ। চালু হওয়া এই মার্চেন্ট অ্যাকাউন্টের (০১৮৮৬৯৬৯৮৫৯) মাধ্যমে সরকারের ত্রাণ তহবিলে যতো খুশি ততো অনুদান দেয়া যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ মার্চেন্ট অ্যাকাউন্ট চালু করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিকসেবা নগদ। বাংলাদেশ সরকারের ডাক অধিদপ্তরের সেবা হিসেবে নগদকে কাজে লাগিয়ে এই ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। কোনো রকম খরচ ছাড়া যে কোনো নগদ অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে অনুদান প্রদান করা যাবে। নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই অনুদান দেয়া যাচ্ছে। তাছাড়া *১৬৭# ডায়াল করেও গ্রাহক এই নম্বরে সহজেই তার অনুদান জমা দিতে পারবেন। জমাকৃত অর্থ সরাসরি সরকারের তহবিলে জমা হয়ে যাবে। এদিকে নগদের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন, মাস্তুল, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিকসহ অর্ধশতাধিক দাতব্য সংস্থাও বন্যার্তদের জন্যে অনুদান সংগ্রহ করছে। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। এই বন্যায় জীবন ও খাদ্য-পানীয়ের সংকটে আছেন লাখ লাখ মানুষ। এই মানুষের পাশে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার।