২ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চায় বিজিএমইএ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি
চলমান বন্যা ও ছাত্র আন্দোলনের কারণে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে পোশাক কারখানাগুলোর উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে এবং পণ্যের সিপমেন্টে জটিলতা সৃষ্টি হয়েছে। এর ফলে অর্থ সংকটে ভুগছেন অনেক কারখানা মালিক, যার কারণে অনেকেই কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। এই সংকট উত্তরণে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চেয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ দাবি জানান। রফিকুল ইসলাম জানান, ‘আমাদের কারখানাগুলোতে গত ১৬-১৭ দিন ধরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে আগামী মাসে আমাদের জন্য একটি বড় সংকট দেখা দিতে পারে। আমরা সরকারের কাছে সহজ শর্তে ঋণের আবেদন করেছি, যা আমরা ১ বছরের মধ্যে ফেরত দিতে প্রস্তুত। অর্থ উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন, এবং আমরা আশাবাদী যে এই সরকারের সঙ্গে কাজ করলে আমাদের সমস্যা সমাধান হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা অর্থ উপদেষ্টাকে জানিয়েছি যে, একবার আমরা ঘুরে দাঁড়াতে পারলে দেশের পোশাক খাত আবারো শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে আমাদের উদ্দেশ্য একটাই দেশের অর্থনীতি সচল রাখা।’ বিজিএমইএ নেতারা আরো জানান, ‘বায়ারদের আস্থা ফিরিয়ে আনতে আমরা শিগগিরই বায়ার ফোরামের সঙ্গে একটি বৈঠক করবো, যেখানে আমরা বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবো। আমাদের মূল লক্ষ্য হলো দেশের শিল্প খাতকে সুরক্ষিত রাখা এবং অর্থনীতির গতি ধরে রাখা।’ তারা আরো উল্লেখ করেন, ‘এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দেশে নির্বাচন ছাড়া আর কোনো সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।