ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশের বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা

বিএসইসি ও অধীনস্থ শিল্পপ্রতিষ্ঠান
দেশের বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা

শিল্প মন্ত্রালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) গত সোমবার কুমিল্লা ও ফেনী জেলার বানবাসী জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ করেছে। বিএসইসির চেয়ারম্যান জনাব মো. মনিরুজ্জামান, পরিচালকরা ও ঊধ্বর্তন কর্মকর্তার নির্দেশনার আলোকে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দুইটি টিম গঠন করা হয়। চট্রগাম অঞ্চলের টিম প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ফেনী জেলার বন্যা কবলিত পরিবারে জন্য গুড়ো দুধ, সুজি, চিনি বিস্কুট, খেজুর মোমবাতি, গ্যাস লাইটার, খাবার স্যালাইন, কু কিজ, ডাইপার, পানি, গামছা, মশার কয়েল সম্বলিত ৫০০টি প্যাকেট প্রস্তুত করে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ফেনী জেলার মহিপাল ক্যাম্পে ৪৮০ প্যাকেট হস্তান্তর করে এবং অবশিষ্ট প্যাকেটগুলো সরাসরি বন্যার্তদের মাঝে বিতরণ করে।

বিএসইসি প্রধান কার্যালয়ের টিমটি ডিজিএম জনাব ইমরান আল আজিজ এর প্রতিনিধিত্বে কুমিল্লা জেলার বন্যার্ত জনগোষ্ঠীর জন্য চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ তৈল, মুড়ি, চিনি, খেজুর, খাবার স্যালাইন, টোস্ট বিস্কুট, বেকারি ব্রেড, গ্যাস লাইটার, বল সাবান, গামছা ও স্যানিটারি ন্যাপকিনের সমন্বয়ে ৩০০টি প্যাকেট প্রস্তুত করে। তারা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে সরাসরি স্থানীয় লোকের সহযোগিতায় তালিকা প্রস্তুত করে প্রকৃত বন্যার্ত লোকদের মধ্যে নৌকাযোগে ঘরেঘরে ত্রান পোঁছে দেন। এ কাজে বন্যার্ত এলাকার সর্বসাধারণ আন্তরিকভাবে সহযোগিতা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত