ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আন্তরিকভাবে সহযোগিতা করতে আগ্রহী সুইজারল্যান্ড। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম আরো ত্বরান্বিত করতে এবং উভয় দেশের আমদানি-রপ্তানি সম্পর্ককে শক্তিশালী করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে রাষ্ট্রদূত রেংগলি তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।’ তিনি আরো বলেন, এই নতুন সরকারের অধীনে বাংলাদেশে উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। সুইস রাষ্ট্রদূত বাংলাদেশের ছাত্র-জনতার আশা ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ডের পক্ষ থেকে দ্বিপাক্ষিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা এবং ড. শাহ মো. হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত