বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক।
তিনি আরো জানান, এই পরিবেশ তৈরির জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারে ব্রিটিশ সরকার সবসময় পাশে থাকবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সারা কুক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত সারা কুক বলেন, ‘বাংলাদেশে যদি ব্যবসার পরিবেশ উন্নত হয়, তবে এখানে বিদেশি বিনিয়োগের প্রবাহও বাড়বে। ব্রিটিশ সরকার এই উন্নত পরিবেশ তৈরিতে বাংলাদেশকে সমর্থন দিতে প্রস্তুত।’ অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘সরকারের লক্ষ্য হচ্ছে ব্যবসার পরিবেশকে সহজতর করা। এরই মধ্যে আমরা বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছি। বিশেষ করে পুঁজিবাজার, ব্যাংকিং এবং আর্থিক খাতের সংস্কার অত্যন্ত জরুরি, এবং আমরা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করছি।’