ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সূচকের বড় উত্থান লেনদেনে পুনরুজ্জীবন

সূচকের বড় উত্থান লেনদেনে পুনরুজ্জীবন

টানা পতন কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেল। গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে সব মূল্যসূচকেই বড় ধরনের উত্থান হয়েছে এবং লেনদেনের পরিমাণও বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানেও সূচকের বড় উত্থান দেখা গেছে। তবে এদিন লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। গত আট কার্যদিবসের টানা পতনের পর আজকের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। গতকাল বুধবার সকালে লেনদেন শুরু হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে, যার ফলে ডিএসইর প্রধান সূচক নিম্নমুখী হয়ে যায়। এতে আবারো পতনের আশঙ্কা তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। তবে প্রথম আধাঘণ্টা পার হতেই বাজারে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। একের পর এক কোম্পানি দাম বাড়ার তালিকায় যুক্ত হতে থাকে। দিনের শেষে, বাজারের এ ধারা অব্যাহত থেকে মূল্যসূচকগুলোতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। দিন শেষে, ডিএসইতে ২৭১ কোম্পানির শেয়ার ও ইউনিটের মূল্য বেড়েছে, ৭৯টির মূল্য কমেছে, এবং ৪৮টি অপরিবর্তিত রয়েছে। এর ফলে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাইকৃত ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২,১১৭ পয়েন্টে উঠেছে, আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১,২৩৪ পয়েন্টে পৌঁছেছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আজকের লেনদেন ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৭৫০ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ, লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। লেনদেনের ক্ষেত্রে শীর্ষস্থানে ছিল ব্র্যাক ব্যাংক, যার মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৮ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে এমজেএল বাংলাদেশ, যার লেনদেন ৩৯ কোটি ১৭ লাখ টাকা, এবং তৃতীয় স্থানে অলিম্পিক, যার লেনদেন ৩৮ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, ট্রাস্ট ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, মিডল্যান্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো। অপরদিকে, সিএসই সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২২০ প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির শেয়ার ও ইউনিটের মূল্য বেড়েছে, ৮১টির মূল্য কমেছে, এবং ২২টি অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ২২ লাখ টাকা, যা আগের দিনের ২২২ কোটি ৮৯ লাখ টাকার তুলনায় কম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত