ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় এই নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. মইনুল খানকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে প্রেষণে নিয়োগ দেয়া হলো। অবসর গমনের আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন। ড. মইনুল খান এর আগে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত