আগামী ১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমা, যার মাধ্যমে অবৈধ অভিবাসী ও প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। যারা দেশে ফিরে যেতে চান, তারাও এ সময়টায় ফিরতে পারবেন কোনো জরিমানা ছাড়াই। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা এই সাধারণ ক্ষমার আওতায় আসবে, ফলে সব অভিবাসীরাই এই সুযোগটি কাজে লাগাতে পারবেন।
বিশেষ করে, যেসব অভিবাসীর সন্তান জন্ম নিয়েছে কিন্তু তাদের কাগজপত্র এখনো সম্পন্ন হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহের সুযোগ পাবেন। আইসিপির কর্মকর্তারা বলেন, ‘যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন, তারা যদি বৈধ হতে চান বা নিজ দেশে ফিরে যেতে চান, তবে এই সাধারণ ক্ষমা তাদের জন্য একটি বড় সুযোগ। যারা দেশে ফিরবেন, তারা চাইলে বৈধ ভিসা নিয়ে আবারো আমিরাতে আসতে পারবেন। যারা বৈধ হবেন, তাদের কাছ থেকে অতিরিক্ত অবস্থানের (ওভারস্টে) জন্য কোনো জরিমানা নেয়া হবে না। যারা দেশে ফিরবেন, তাদেরও কোনো প্রস্থান ফি দিতে হবে না। উল্লেখ্য, ছয় বছর আগে, ২০১৮ সালে প্রথমবারের মতো আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, যা ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল এবং পরবর্তীতে এর মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়। ২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে আমিরাত সরকার।