ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যাদুর্গত অঞ্চলে আলো ছড়াচ্ছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন

বন্যাদুর্গত অঞ্চলে আলো ছড়াচ্ছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন

সাম্প্রতিক ভয়াল বন্যার শুরুতেই মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা দুটি স্পিডবোট নিয়ে ফেনীর ছাগলনাইয়া অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করে পাশাপাশি চলে ত্রাণ সহায়তা। এ পর্যন্ত তারা তিন শতাধিক মানুষকে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে যার অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়াও সহস্রাধিক পানিবন্দি মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে শুকনো খাবার, শিশুদের গুড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিনসহ প্রয়োজনীয় সামগ্রী। স্বেচ্ছাসেবী দলটি বর্তমানে লক্ষীপুরের দালালপুর বাজারে অবস্থান করে রান্না করা খাবার বিতরণ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংগঠনের কার্য্যক্রম দেখে ভুয়সী প্রশংসা করছে নেটিজেনরা। উদ্ধার অভিযানের ভিডিও চিত্র হয়েছে ভাইরাল। সংগঠনের মুখপাত্র জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে অর্থ যোগাড় করে এবং সংগঠনের নিজস্ব তহবিল থেকে অর্থ খরচ করে কার্য্যক্রম চলছে। তিনি আরো জানান যতিদিন প্রয়োজন ততদিন স্বেচ্ছাসেবী দল দুর্গত অঞ্চলে অবস্থান করবে পাশাপাশি পানি কমে এলে দেশের প্রখ্যাত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি শক্তিশালী মেডিকেল টিম বন্যা দুর্গত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত