ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আন্দোলনে আহত ৪১৪ জনকে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক

আন্দোলনে আহত ৪১৪ জনকে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা-সহায়তার লক্ষ্যে নেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপের আওতায় আন্দোলনে আহত ৪১৪ জন ব্যক্তির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দিয়েছে ব্র্যাক ব্যাংক। এমন মানবিক পদক্ষেপ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাংকটির অবিচল প্রতিশ্রুতির উদাহরণ। এর আগে ব্র্যাক ব্যাংক আহতদের চিকিৎসার জন্য ব্যাংকের সিএসআর তহবিল থেকে দুই কোটি টাকার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছিল।

আহতদের কাছে এই অর্থ প্রেরণ এই উদ্যোগেরই অংশ। এই উদ্যোগে সহায়তা করেছে বিশ্বের বৃহত্তম এনজিও-ব্র্যাক। নিজেদের দক্ষ মাঠকর্মীদের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হসপিটাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিসহ ঢাকার আটটি বড় হাসপাতাল পরিদর্শন করে আহতদের তথ্য সংগ্রহ করেছে ব্র্যাক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত