ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বন্যাদুর্গতদের পাশে বিটপী গ্রুপ

বন্যাদুর্গতদের পাশে বিটপী গ্রুপ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে। চলমান এই বন্যার ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে তাই সরকারের পাশে দাঁড়িয়েছে বিটপী গ্রুপ। গত বৃহস্পতিবার বিটপী গ্রুপের নিজস্ব তহবিল এবং সব কর্মকর্তা ও কর্মচারীর একদিনের বেতন থেকে সংগৃহীত অর্থ মোট ৪১,১২,৪৯২/- (একচল্লিশ লাখ বারো হাজার চারশ’ বিরানব্বই টাকা) ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ জমা দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রোগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমণ্ডএর কাছে এই তহবিলের চেক হস্তান্তর করেন বিটপী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিরান আলী ও পরিচালক সারাহ্ আলী। বিটপী গ্রুপ-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান এবিএম সিরাজুল ইসলাম আজাদ এবং সিএফও মোরশেদুল হক। মিরান আলী ভবিষ্যতে যে কোনো জাতীয় সংকটে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিটপী গ্রুপ বাংলাদেশের একটি সনামধন্য ও শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১৯৬৮ সালে এই প্রতিষ্ঠানটি একটি বিজ্ঞাপনী সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠান রপ্তানিমুখী পোশাক উৎপাদন, বিজ্ঞাপন, মিডিয়া ও মৎস্য চাষসহ বিভিন্ন খাতে সক্রিয় রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত