ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিজেএমসির সমস্যা সমাধানে চেষ্টা করব

বস্ত্র উপদেষ্টা
বিজেএমসির সমস্যা সমাধানে চেষ্টা করব

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্রোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল বেশি। বিজেএমসিতে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করব।

গতকাল বিজেএমসি প্রধান কার্যালয়ে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসির সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের যেসব উদ্যোগ তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স অ্যাসোশিয়েশনের পক্ষ হতে বিজেএমসির সমস্যা যেমন মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজেএমসির পরিচালক, উপদেষ্টা, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২ শতাংশ উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএর চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ, বিজেএসএর ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বিজেজিইএর সিনিয়র ভাইস চেয়ারম্যান আল মাসুদ, বিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত