ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সিএসই-৩০ সূচকে ১০ কোম্পানির পরিবর্তন

সিএসই-৩০ সূচকে ১০ কোম্পানির পরিবর্তন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানির পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ১০টি কোম্পানিকে সিএসই-৩০ সূচকে যুক্ত হয়েছে। বিপরীতে সূচকটি থেকে বাদ পড়েছে ১০টি কোম্পানি। যা কার্যকর হবে ১০ সেপ্টেম্বর। গতকাল সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে যুক্ত কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্যাংক এশিয়া, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, ডেলটা লাইফ ইন্সুরেন্স, ডিবিএইচ ফাইনান্স, মতিন স্পিনিং মিলস, এনআরবিসি ব্যাংক এবং স্কয়ার টেক্সটাইলস। অপরদিকে সূচকটি থেকে বাদ পড়েছে- এপেক্স ফুটওয়ার, এক্সিম ব্যাংক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইন্সুরেন্স, পূবালী ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট এবং সামিট পাওয়ার। নতুন ১০ কোম্পানি যুক্ত হওয়ায় সিএসই-৩০ সূচকের প্রতিষ্ঠানগুলো হলো- আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা অয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ, মতিন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, দি একমি ল্যাবরেটরিজ, দি প্রিমিয়ার ব্যাংক, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস এবং উত্তরা ব্যাংক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত