রপ্তানি তথ্যে গরমিল সমাধানে পদক্ষেপ নেবে

সরকার অর্থ উপদেষ্টা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি

গতকাল সোমবার সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শিগগিরই রপ্তানির তথ্যে গরমিল সমন্বয় করা হবে। ইপিবি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রপ্তানি তথ্যের মধ্যে বিদ্যমান পার্থক্য দূর করতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে একটি প্রজেকশন তৈরির জন্য ইপিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে রপ্তানি তথ্যসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি, ইপিবিকে রপ্তানির তথ্য সমন্বয় করার জন্য বলা হয়েছে, যা দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। ইপিবির বোর্ড সভায় রপ্তানির চূড়ান্ত তথ্য প্রকাশ এবং লক্ষ্যমাত্রা চূড়ান্তকরণের সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া, জিডিপির তথ্য পরিবর্তন সংক্রান্ত বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, উৎপাদন এবং সংশ্লিষ্ট প্রায় ১৯টি খাতের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পর্যালোচনা করা হবে। তিনি আরো জানান, কালো টাকা সাদা করার বিধান বাতিলের পরবর্তীতে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিকভাবে বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। বাজেট ও এডিপি সংশোধন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, পরিকল্পনা উপদেষ্টা প্রয়োজনীয় কাজ করবেন এবং জাতীয় বাজেটের অপ্রয়োজনীয় ব্যয় যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণ করা হবে। বৈঠকে বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।