ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন সরকারের প্রতি আস্থা পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

নতুন সরকারের প্রতি আস্থা পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

সদ্য বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন। এর ফলে হঠাৎ করেই রেমিট্যান্সের প্রবাহ কমে গিয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রেমিট্যান্স হু হু করে বাড়তে শুরু করেছে। সদ্য শেষ হওয়া আগস্ট মাসে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি (২.২২ বিলিয়ন) ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৬৪০ কোটি টাকার বেশি। গত বছরের আগস্ট মাসে ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ, বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৮.৮৮ শতাংশ। ব্যাংকাররা বলছেন, প্রবাসীরা বিদায়ী সরকারের ওপর বিরক্ত হয়ে এপ্রিলে রেমিট্যান্স শাটডাউন ঘোষণা করেছিলেন, যার ফলে ওই মাসে রেমিট্যান্স কমে গিয়েছিল। তবে নতুন সরকারের শপথ গ্রহণের পর থেকে এই ধারা উল্টো দিকে মোড় নিয়েছে এবং হুন্ডির প্রবাহও কমেছে, যার ফলে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক, যার পরিমাণ ৪০ কোটি ৫০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক, ২৯ কোটি ডলার সংগ্রহ করে। ব্র্যাক ব্যাংক এবং জনতা ব্যাংক যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে, যারা ২০ কোটি ৬০ লাখ এবং ১৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। অন্যদিকে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা নতুন গভর্নরের আগমনের পর বাড়তে শুরু করেছে। আগামী দিনে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসাইন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত