বাংলাদেশ ব্যাংক শিগগিরই ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা থাকার বাধ্যবাধকতা বাতিল করতে যাচ্ছে। ব্যাংকিং ডিপ্লোমা রাখার প্রয়োজনীয়তা নিয়ে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
জানা গেছে, আইবিবির সর্বশেষ গভর্নিং কাউন্সিলের সভায়, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন, সেখানে ব্যাংকিং ডিপ্লোমা বাতিলের প্রস্তাবকে সমর্থন জানানো হয়। গভর্নর মনসুর ব্যক্তিগতভাবে পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক রাখার পক্ষে নন বলে জানান। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার এবং তার উপরের পদগুলোতে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে, ওই বছরেরই জুলাই মাসে এই বাধ্যবাধকতা শিথিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার আগে যারা সিনিয়র বা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ বা পদোন্নতি পেয়েছেন, তাদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন নেই। তবে, একবার পদোন্নতি পেয়ে গেলে, পরবর্তী পদোন্নতির জন্য একটি ব্যাংকিং ডিপ্লোমা থাকা আবশ্যক হবে। এ ছাড়া, যেসব কর্মকর্তা ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত নন, তাদেরকে সাধারণ ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত যে কোনো বিভাগের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন বাধ্যতামূলক করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে, ব্যাংকারদের জন্য পদোন্নতির ক্ষেত্রে আরো নমনীয়তা আনা হবে বলে মনে করা হচ্ছে, যা তাদের ক্যারিয়ার উন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।