ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

এসআইবিএলের এমডি জাফর আলমকে

বিদেশযাত্রায় বাধা দিতে পুলিশের চিঠি

বিদেশযাত্রায় বাধা দিতে পুলিশের চিঠি

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাফর আলমের বিদেশ গমন রোধ করতে পুলিশ ইমিগ্রেশন বিভাগকে চিঠি দিয়েছে। মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, একটি মামলায় জাফর আলম এজহারভুক্ত আসামি এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। চিঠিতে উল্লেখ করা হয়, জাফর আলম যে কোনো সময় দীর্ঘমেয়াদি বিদেশ গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে অবস্থান করতে পারেন। এই অবস্থায় তাকে গ্রেপ্তার করতে ইমিগ্রেশন পুলিশের সহায়তা প্রয়োজন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা মাসুদ মিয়াকে মারধরের অভিযোগে জাফর আলম ও এসআইবিএলের সাবেক চেয়ারম্যান বেলাল আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। মামলাটি মাসুদ মিয়ার স্ত্রী গত ৩ সেপ্টেম্বর মতিঝিল থানায় দায়ের করেন। গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং নতুন পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে। এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংকে নিয়োগ ও ঋণ বিতরণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত