ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

আইএমএফের কাছ থেকে ৩ বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা
আইএমএফের কাছ থেকে ৩ বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি আরো উল্লেখ করেন, অতীতে অনেক অর্থ অপচয় হয়েছে, তবে এবার জনগণের অর্থের অপচয় রোধে কঠোর নজরদারি থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থা প্রধানদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া দেশের উন্নয়ন অর্থবহ হবে না। গবেষণার ফলাফল প্রয়োগ করতে হবে, যেমনটি আমরা প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে দেখেছি।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয়ের কাজ শুধু রূপপুর প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণকে বুঝতে দিতে হবে যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্থকতা রয়েছে। যদি অবদান না থাকে, জনগণ নিশ্চয়ই প্রতিবাদ করবে।’ উপদেষ্টা আরো বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি, ক্ষমতা নয়। সবার সহযোগিতা প্রয়োজন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত