ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে বন্যাদুর্গতদের সহায়তায়

জাতিসংঘের ৪০ লাখ ডলার বরাদ্দ

জাতিসংঘের ৪০ লাখ ডলার বরাদ্দ

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জাতিসংঘ ৪০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে। জাতিসংঘের নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল (সিইআরএফ) থেকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। গত বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে ডুজারিক বলেন, এই অর্থ গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষের সহায়তায় ব্যয় করা হবে। বন্যার কারণে প্রায় ৩ হাজার ৪০০ আশ্রয়কেন্দ্রে ৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছে এবং সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী পড়াশোনার বাইরে চলে গেছে। এ ছাড়া পশু ও মৎস্যসম্পদ খাতে ১৫ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ডুজারিক আরো বলেন, জাতিসংঘ সরকার ও অন্যান্য সহযোগী সংস্থার সঙ্গে মিলে বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টায় সমন্বয় করা হচ্ছে। এ বছরের শুরু থেকে বাংলাদেশে এটি চতুর্থ বড় জলবায়ু-সম্পর্কিত দুর্যোগ। এর আগে ঘূর্ণিঝড় রিমাল এবং উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বন্যার পর এই আকস্মিক বন্যার প্রভাবে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত