বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. আতাউর রহমান, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক- স্বতন্ত্র পরিচালক; কামরুল হক মারুফ, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, পরিচালক; মো. গোলাম মরতুজা, উপব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক পিএলসি-পরিচালক; শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ, চার্টাড একাউন্টেন্ট-স্বতন্ত্র পরিচালক উপস্থিত ছিলেন। মো. মহসিন মিয়া, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংক পিএলসি- স্বতন্ত্র পরিচালক সভায় শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম এবং কোম্পানী সচিব সৈয়দ মোহাম্মদ ইস্তেনচার বিল্লাহ সভায় উপস্থিত ছিলেন। নবগঠিত পর্ষদ সদস্যগণ ব্যাংকের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ হওয়ায় ব্যাংকের প্রতি গণমানুষের আস্থা পুনরায় ফিরে এসেছে ও শাখাসমূহে আমানত বৃদ্ধি পাচ্ছে। নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড অচিরেই একটা সমৃদ্ধ ব্যাংকে পরিণত হবে ইনশাআল্লাহ।