ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিল্প খাতের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস অর্থ উপদেষ্টা

শিল্প খাতের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস অর্থ উপদেষ্টা

আর্থিক খাতে দুর্নীতি ও বাজারের অস্থিরতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক খাতের বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এটি শিগগিরই দৃশ্যমান হবে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টে (বিআইজিএম) অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ পাচারকারীদের সহজেই শনাক্ত করতে পারবে। এর ফলে দুর্নীতি প্রতিরোধে সরকার আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসিদের বলা হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে। যদিও পণ্যের দাম পুরোপুরি কমে যায়নি, তবে কিছুটা কমেছে। আমাদের লক্ষ্য হলো, পণ্য উৎপাদকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া চলমান রয়েছে, তবে এ ধরনের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে সিন্ডিকেট চক্র এবং বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। একইসঙ্গে বাজারে পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং চাঁদাবাজি কমানোর জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের নির্দেশনায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে, যা পণ্যের মূল্য কমাতে সহায়ক হবে।’ এছাড়া, আলু ও পেঁয়াজের মতো নিত্যপণ্যে ট্যাক্স কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পণ্যের দাম শুধু কাওরানবাজারে নয়, অন্যান্য বাজারেও পর্যবেক্ষণ করা হচ্ছে। কাওরানবাজারে পণ্য চারবার হাত বদল হয়, যা বন্ধ করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

শিল্প খাতে চলমান অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, শ্রমিক ও মালিকদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তা শিগগিরই সমাধান হবে। তিনি বলেন, ‘শ্রমিকদের সমস্যাগুলো শোনার পর মালিকপক্ষের সাথেও কথা বলা হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমি বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড বডির সঙ্গে কথা বলেছি। আগামী দুই-একদিনের মধ্যে পুনরায় আলোচনা হবে, এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’ তিনি আরো জানান, সরকার রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েও কাজ করছে। শিল্প খাতের অস্থিরতায় রাজনৈতিক কোনো ইন্ধন রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল হয়তো ইন্ধন দিচ্ছে, তবে বেশিরভাগ রাজনৈতিক দলই আমাদের সহযোগিতা করছে। আমরা যারা ইন্ধন দিচ্ছে তাদেরও নজরে রাখছি।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের কাজ কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, কিছু অসম্পূর্ণ কাজ এবং ট্রান্সমিশনের কাজ এখনও বাকি রয়েছে। তিনি বলেন, ‘রূপপুর প্রকল্পের টেকনিক্যাল টিমের সাথে শিগগিরই বসব এবং দ্রুত এর অগ্রগতি নিয়ে আলোচনা করব।’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আরো জানান, নতুন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য তিন সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক নতুন ডেপুটি গভর্নর পাবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত