ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

কারখানায় সাধারণ ছুটি
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

শিল্পাঞ্চল আশুলিয়ায় গত কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর আজ বেশিরভাগ কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে। তবে কয়েকটি কারখানায় পরিস্থিতি এখনও শান্ত হয়নি, ফলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিল্পপুলিশ জানিয়েছে, গতকাল শনিবার আশুলিয়া ও সাভারের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, পরিস্থিতি বিগত দিনের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ডিইপিজেডসহ আশপাশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে। তবে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় নাসা, অনন্ত এবং শারমিন গ্রুপের কারখানাগুলোতে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নাসা, অনন্ত, শারমিনসহ কয়েকটি কারখানায় শ্রমিকরা তাদের দাবির পক্ষে কর্মবিরতি পালন করায় সেসব কারখানা বন্ধ রাখা হয়েছে। যদিও এখন পর্যন্ত ঠিক কতগুলো কারখানা বন্ধ রয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আশুলিয়া শিল্পপুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানিয়েছেন, শিল্পাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং শিল্পপুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও যারা গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে তাদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানিয়েছেন, যেসব কারখানায় সমস্যা রয়েছে, সেগুলোর মালিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত