ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিলাসী পণ্য আমদানি

১০০ শতাংশ নগদ মার্জিনের নির্দেশনা

* ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ * যেসব পণ্যে লাগবে ১০০ শতাংশ নগদ মার্জিন * অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রণ
১০০ শতাংশ নগদ মার্জিনের নির্দেশনা

ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বিলাসী পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন দেয়ার নির্দেশনা জারি করেছে। গত বৃহস্পতিবার ব্যাংকটির ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়, যা অবিলম্বে কার্যকর হবে। এই নির্দেশনার মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে বিলাসী পণ্য ও দেশে উৎপাদিত আমদানি বিকল্প পণ্যের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করা হবে। যেসব পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন দিতে হবে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : মোটরগাড়ি, ইলেকট্রনিক্স হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, সোনা ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাবপত্র ও ঘর সাজানোর সামগ্রী, ফল ও ফুল, অ-শস্য খাদ্যপণ্য (নন-সিরিয়াল ফুড), প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় (টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস), অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাক ও তামাকজাত পণ্য। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ডলার সাশ্রয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বিশেষভাবে নজর দিচ্ছে। বিলাসী পণ্যের আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত