ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক সপ্তাহে দেশে এসেছে ৫৮ কোটি ডলার রেমিট্যান্স

এক সপ্তাহে দেশে এসেছে ৫৮ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে প্রথম সাত দিনে এই রেমিট্যান্স প্রবাহ রেকর্ড করা হয়েছে। গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্সের এই পরিমাণ এসেছে। এর মধ্যে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো দিয়ে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার এসেছে, বেসরকারি ব্যাংকগুলো দিয়ে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার ডলার। গত আগস্টে প্রবাসীরা দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এটি চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগে জুলাই মাসে দেশে ১৯১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত