বাজেট সহায়তা পাওয়ার আশা

ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। গতকাল রোববার সচিবালয়ে এডিবি, জাইকা এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনের (ভারপ্রাপ্ত) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এডিবি ডিসেম্বরের মধ্যে এই বাজেট সহায়তা দেবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও ৪.৭ বিলিয়ন ডলার পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এডিবির পাশাপাশি বাংলাদেশ আরও ৩ বিলিয়ন ডলার সহায়তার আবেদন করেছে। জাইকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, জাইকা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশের ভৌত অবকাঠামো উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন প্রকল্পে তাদের অর্থায়ন অব্যাহত থাকবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকনিক্যাল সেক্টরে আরও সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। ড. সালেহউদ্দিন বলেন, অস্ট্রেলিয়া এনার্জি এবং কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশ এখনও কিছুটা সীমাবদ্ধ, তবে অস্ট্রেলিয়ার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যে আরও সুযোগ পাবে। বৈদেশিক ঋণের ফ্লো সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বৈদেশিক ঋণের প্রবাহ ঠিক রয়েছে, তবে এই ঋণগুলোর সঠিক ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।’ তিনি আরও যোগ করেন, যারা বৈঠকে অংশ নিয়েছেন তারা সবাই বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তারা আরও শক্তিশালী অংশীদারিত্বের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, বৈঠকে তিনটি দেশের প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়নে আরও সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।